দীর্ঘ দিন অব্যবহৃত-বন্ধ থাকা ই-মেইল ঠিকানা পূনরায় চালু করার সুযোগ দিয়েছে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্টান ইয়াহু !
লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ১৯ জুলাই, ২০১৩, ০২:১১:১৮ রাত
বন্ধুরা আপনারা আপনাদের বন্ধ থাকা ই মেইল ঠিকানা চেক করুন !!!
দীর্ঘ সময় ধরে অব্যবহৃত ই-মেইল ঠিকানা বন্ধ করে দিয়ে থাকে ইয়াহু। এজন্য ইয়াহুর অসংখ্য ই-মেইল ঠিকানা বন্ধের তালিকায় যুক্ত হয়েছে।
তবে এক বছরের বেশি সময় ধরে যেসব ই-মেইল ঠিকানা ব্যবহৃত হয়নি সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিনামূল্যে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানটি। ইয়াহু জানিয়েছে, নতুন ঠিকানা খোলার ক্ষেত্রে দীর্ঘদিন নিষ্কিয় থাকা অ্যাকাউন্টের ইউজার নেম ব্যবহারের সুযোগ দেওয়া হবে । এ জন্য http://wishlist.yahoo.com ঠিকানায় কাঙ্ক্ষিত ইউজার নেম পেতে আবেদন করতে হবে। এক জন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি ইউজার নেম পেতে আবেদন করতে পারবেন। আগামী ৭ আগস্ট পর্যন্ত নিষ্ক্রিয় পুরনো অ্যাকাউন্ট উদ্ধারে আবেদন করা যাবে। পুরনো ইউজার নেম উদ্ধার প্রক্রিয়াটি সবার জন্য উন্মুক্ত। ইয়াহুর এক মুখপাত্র জানান, এ প্রক্রিয়ায় আমরা মনে করি প্রকৃত ই-মেইল ব্যবহারকারী তার বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট উদ্ধারের সুযোগ পাবেন। পাশপাশি কাঙ্ক্ষিত ইউজার নেম পেতে অন্যরাও ইয়াহুকে বেছে নেবেন। ইয়াাহুকে ঢেলে সাজাতে ইতিমধ্যে বেশ কিছু আলোচিত উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার। ইয়াহু পরিচালনা পর্ষদ মারিসা মেয়ারের প্রতি আস্থা রেখে নতুন করে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ শুরু করে। বড় অংকের অর্থের বিনিময়ে টাম্বলারের মতো বল্গগিং পল্গ্যাটফর্ম কিনে সাড়া ফেলে দিয়েছে ইয়াহু।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন